উখিয়ায় ইয়াবা কারবারী আটক


কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক ইয়াবা কারবারীকে আটক করেছে। বুধবার (৭ জুলাই) ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
উখিয়া থানার উপ পরিদর্শক প্রভাত কর্মকারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ঘোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা কারবারী মোহাম্মদ হানিফ প্রকাশ হানিবাকে আটক করেন । সে উপজেলার বালুখালী ঘোনার পাড়া এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে বলে পুলিশ জানিয়েছেন।
উল্লেখ্য গেল ২৭ এপ্রিল রাত আড়াইটার দিকে উখিয়ার বালুখালী এলাকায় পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। সে উক্ত মামলার পলাতক আসামি বলে উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর জানিয়েছেন। যার মামলা নং- ৪৫, তাং-২৭/০৪/১৯ইং।
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবা কারবারী, উখিয়ায়
Facebook Comment