উখিয়ায় রোহিঙ্গা যুবককে হত্যা

উখিয়ার বালুখালী ক্যাম্প-৯ থেকে হাবিবুর রহমান (৩২) নামের রোহিঙ্গা যুবকের মুখ, হাত-পা বেঁধে জবাই করে ফেলে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা আবু শামার ছেলে।
ঘটনায় জড়িত কেউ আটক হয় নি। রিপোর্ট লেখাকালে মরদেহ ঘটনাস্থলে রয়েছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হাবিবুর রহমান (৩২) নামের রোহিঙ্গাকে জবাই করে। খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। সে ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা। ক্যাম্প-৫ এ তার শ্বশুর বাড়ি। ঘটনায় জড়িতদের সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাপ্রবাহ: উখিয়া, বেঁধে, যুবক
Facebook Comment