ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যালে পার্বত্য প্রতিমন্ত্রী

‘ঐক্যবন্ধন সৃষ্টি করতে পারলে শেখ হাসিনার স্বপ্ন পূরণ হবে’

fec-image

এদেশের মানুষ, এদেশের মাটি আমার, আপনার সকলের। সকলের মাঝে যদি ঐক্যবদ্ধন সৃষ্টি করার মানসিকতা তৈরি করতে পারি তাহলে প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখছেন সেই ইচ্ছে পূরণ হবে বলে মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে রাঙামাটির চিংহ্লামং মারী স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রামের ১৬ সম্প্রদায়ের জাতিসত্ত্বাদের নিয়ে ৩ দিনব্যাপী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যালের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বেলুন উড়িয়ে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন প্রধান অতিথি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েরর সচিব মশিউর রহমান, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনালের সোহেল আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

এসময় বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি রাষ্ট্রদূত, প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভার পর অতিথিরা ফেস্টিভ্যাল ঘুরে দেখেন এবং আগামীতে আরও বড়সরে এ ধরনের ফেস্টিভ্যাল করার ঘোষণা দেন। এরপর অনুষ্ঠানস্থলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য প্রতিমন্ত্রী, ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন