কক্সবাজারের ডিসির নামে প্রতারণায় যুবক আটক


আটককৃত মো. ইউনুছ
কক্সবাজার জেলা প্রশাসকের নাম ব্যবহার করে একটি মোবাইল নাম্বার থেকে প্রতারণার অভিযোগে মো. ইউনুছ নামের এক যুবককে আটক করা হয়েছে। সে বেশ কিছুদিন থেকে ০১৭১৫৪১৬২৯৭ নং মোবাইল থেকে বিভিন্ন জনের প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ আটক করেছে। সে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার কবির আহমদের ছেলে।
গত ১৫ জুন কক্সবাজার জেলা প্রশাসকের নাম ও মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিল এক যুবক। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অনুসন্ধান শুরু করা হয়। সতর্কতা জারি করে জেলা প্রশাসন। বিভিন্ন গণমাধ্যম সংবাদটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করে।
ঘটনাপ্রবাহ: আটক, কক্সবাজারের, প্রতারণায়
Facebook Comment