কক্সবাজারে ডিবির অভিযানঃ ৭৯টি চোরাই মোবাইল উদ্ধার


কক্সবাজার শহরের বিলকিস শপিংসহ বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে ৭৯টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।
তার দেয়া তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টীম মোবাইলের দোকানে বিশেষ অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।
আইএমইআইগুলোর সাথে হারিয়ে যাওয়া/চুরি হওয়া আইএমইআইগুলো মিলিয়ে নেয়ার অনুরোধ করেছেন ডিবির ওসি।
সেই সঙ্গে নিশ্চিত হলে প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা গোয়েন্দা শাখায় যোগাযোগ করতে বলেছেন তিনি।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, চোরাই মোবাইল, ডিবি
Facebook Comment