কক্সবাজারে প্লাস্টিক দূষণ কমাতে পদক্ষেপ নিচ্ছে পরিবেশ অধিদপ্তর

fec-image

*কক্সবাজার পৌরসভায় জমছে দৈনিক ১২৪ টন আবর্জনা *প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগে অন্যতম পরিবেশ সুরক্ষা *সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে ৩ বছর মেয়াদি পরিকল্পনা *এক বছরে ১৬৫টি মোবাইল কোর্টে ৪১ লাখ ৩৭ হাজার ৩শ টাকা জরিমানা আদায়

কক্সবাজারে প্লাস্টিক দূষণ কমাতে পদক্ষেপ নিচ্ছে পরিবেশ অধিদপ্তর। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে পলিথিন/প্লাস্টিক ব্যাগ উৎপাদনকারী সকল কারখানা এবং ১ বছরের মধ্যে উপকূলীয় এলাকায় পরিবহন, বিক্রয়, ব্যবহার, বাজারজাতকরণ বন্ধসহ একই সময়ের মধ্যে সকল হোটেল-মোটেল এবং রেস্টুরেন্টে ব্যবহার বন্ধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পরিবেশ আইনের বাস্তবায়ন আরো কঠোর করা হচ্ছে। নেওয়া হয়েছে ৩ বছর মেয়াদি পরিকল্পনা।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সামুদ্রিক জীবন এবং পরিবেশ সুরক্ষার জন্য প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তর “প্লাস্টিক/সিঙ্গেল ইউজ প্লাস্টিক এর দূষণ নিয়ন্ত্রণে অংশীজনদের নিয়ে কর্মশালায়” এসব তথ্য জানানো হয়েছে।

পর্যটন শহরের অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

তিনি বলেন, ‘আপনাদের বাসাবাড়ির ময়লা-আবর্জনা যাতে সাগর এবং সুনীল আকাশকে দূষিত না করে। পরিবেশ রক্ষায় সবাইকে ভাবতে হবে। উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় থাকা চাই।’

তিনি আরো বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। পরিবেশ রক্ষা করতে পারব না কেন? যে যার অবস্থান থেকে সচেতন হই। আমাদের অভ্যাস ও প্রথাগত সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। পরিবেশের মূল চালিকাশক্তি আমরা ভোক্তারা। অফিস, আদালত কিংবা কর্মস্থলে আবর্জনা সৃষ্টির ব্যাপারে আরো সতর্কতা দরকার।’

প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশের মৌলিক আইন সংবিধানের ১৮ (ক) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে ‘রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যত নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বণ্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবে (পঞ্চদশ সংশোধনী)।’ অর্থাৎ বাংলাদেশ সরকারের মেন্ডেট হলো বর্তমান ও ভবিষ্যত নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করা এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বণ্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করা। এ কাজটির জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সরকারের দায়িত্বপ্রাপ্ত। দায়িত্বপ্রাপ্ত অধিদপ্তর হলো পরিবেশ অধিদপ্তর।

ড. ফারহিনা আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে অন্যতম হলো পরিবেশ সুরক্ষা। তার জন্য উপকূলীয় এলাকায় তথা সমগ্র কক্সবাজারে পলিথিন/সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা দরকার।’

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেন, ‘নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর এনফোর্সমেন্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ২০১৫ সাল থেকে মার্চ ২০২১ সাল পর্যন্ত ২৮৯৭ অভিযানে ৫৯৫৪টি মামলায় ১৭ কোটি ৫৯ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে। বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত হয়েছে ৯১ জন। কোভিডকালীন শুধুমাত্র ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্লাস্টিক/পলিথিনের বিরুদ্ধে ১৬৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪১ লাখ ৩৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের।

প্লাস্টিক/সিঙ্গেল ইউজ প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণসহ অন্যান্য বর্জ্য ব্যবস্থাপনায় কক্সবাজারের বিদ্যমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম।

তিনি বলেন, ‘পৌরসভার বিভিন্ন এলাকা থেকে দৈনিক ১২৪ টন থেকে ঋতুভেদে ২০০ টন পর্যন্ত আবর্জনা সংগৃহীত হয়। এসব আবর্জনার প্রায় ৩০ শতাংশ রিসাইকেলে যায়।’

পৌরসভার সক্ষমতা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধান নির্বাহী বলেন, ‘প্লাস্টিক বা পলিথিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সক্ষম জ্ঞান সম্পন্ন ও কারিগরি পদ অর্গানোগ্রামে নাই। সংকটসমূহ কাটাতে হবে।

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে ৭ একর জমি জেলা প্রশাসনের মাধ্যমে বরাদ্দ নেওয়া হচ্ছে বলেও জানান একেএম তারিকুল আলম।

বাংলাদেশে টেকসই প্লাস্টিক ব্যবহার নিশ্চিতকরণে ‘প্লাস্টিক অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নের গুরুত্বের উপর আলোচনা করেন বিশ্বব্যাংকের সিনিয়র এনভায়রনমেন্ট স্পেশালিস্ট বুশরা নিশাত।

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রমান্বয়ে প্লাস্টিক দূষণ রোধে পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে উপকূলীয় অঞ্চলে বিশেষ করে পর্যটন স্পটে প্লাস্টিক দূষণ কমাতে বিভিন্ন পেশার নাগরিক, সরকার, বেসরকারি খাতসহ তরুণদের প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্লাস্টিক/সিঙ্গেল ইউজ প্লাস্টিক দূষণের উপর ভিডিওচিত্র প্রদর্শন ও উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) ড. আব্দুল্লাহ আল মাহমুদ।

বাংলাদেশে টেকসই প্লাস্টিক ব্যবহার এবং সামুদ্রিক লিটার প্রতিরোধের সমন্বিত পদ্ধতির উপর তথ্য দেন ইউনিডো বাংলাদেশের পরিচালক ড. জাকিউজ্জামান।

প্লাস্টিক ব্যবহারের কারণে কক্সবাজারের পরিবেশ দূষণের উপর বেশকিছু স্থিরচিত্র প্রদর্শন করা হয় কর্মশালায়। এতে সমুদ্র সৈকতে যত্রতত্র আবর্জনা ফেলার কারণে পরিবেশের ক্ষতির দিক তুলে ধরা হয়েছে।

কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলিক কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম, সদর দপ্তরের পরিচালক (ওয়েস্ট এন্ড কেমিক্যাল) রাজিনআরা বেগম, সোলাইমান হায়দার, কক্সবাজারের পরিচালক ফরিদ আহমদ, উপপরিচালক মো. হাফিজুর রহমান, সহকারী পরিচালক আজহারুল ইসলাম, পরিদর্শক মাহবুবুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দিন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোরশেদ চৌধুরী, কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, কোস্ট ফাউন্ডেশনের পক্ষে তানজির রনিসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন।

২০২১ সালের ২১ জুন উপকূলীয় অঞ্চলের ১২ জেলার ৪০টি উপজেলাকে ‘কোস্টাল এরিয়া’ হিসেবে চিহ্নিত করে উক্ত এলাকায় ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ এর ব্যবহার বন্ধে ৩ বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায়, বিশ্বব্যাংকের সহায়তায় “টুওয়ার্ডস অ্য মাল্টিসেক্টোরাল অ্যাকশন প্লান ফর সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ” প্রণীত হয়েছে।

সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বলতে বোঝায়, যে সকল প্লাস্টিক ফেলে দেওয়ার আগে বা রিসাইকেল করার আগে শুধুমাত্র একবার ব্যবহার করা হয়। যেমন- প্লাস্টিকের ব্যাগ, স্ট্র, ডিসপোজেবল গ্লাস, কাপ, প্লেট, পানির বোতল এবং খাবারের প্যাকেট ইত্যাদি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, পরিবেশ অধিদপ্তর, প্লাস্টিক দূষণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন