কক্সবাজার জেলা পরিষদের আয়োজনে শুরু হয়েছে বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা

DSCN0247

নিজস্ব প্রতিনিধি:

প্রতি বছরের মত এবারো কক্সবাজারে জেলা পরিষদের আয়োজনে শুরু হয়েছে বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সোমবার রাত সাড়ে ৯ টায় জেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকতার মাধ্যমে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন, আমন্ত্রিত প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহম্মদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. অনুপম শাহা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, এমএম ইস্পাহানি লিমিটেডের ডিভিশন ম্যানেজান (চট্টগ্রাম দক্ষিণ) আবু হেনা মোস্তাফা হেলাল প্রমূখ।

জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সোহেল রানার দেওয়া তথ্যে জানা যায়, বার্ষিক এই ব্যডমিন্টন প্রতিযোগিতা ২ সপ্তাহ ব্যাপি চলবে। এবারের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে ৮ টি দল। আর এই দলগুলো বাঁচাই করা হয়েছে লটারীর মাধ্যমে। সন্ধ্যা থেকে রাত অবধি দৈনিক ৩ অথবা ৪ টি খেলা চলবে।

সোমবার প্রথম খেলা চলে ড. অনুপম ও কামরুল এবং প্রতিপক্ষ দল অনুপদ দে ও পারভেজের সাথে। আর এই পুরো টিককে ২ টি ভাগে ভাগ করা হয়েছে। এমএম ইস্পাহানী লিমিটেড এর সৌজন্যে এ বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৬ চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, প্রতিযোগিতা, বার্ষিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন