Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

কক্সবাজারে চন্দ্রতৃষ্ণায় পালিত হল শব্দায়নের ৩২ তম জন্মদিন

01

নিজস্ব প্রতিনিধি:

চাঁদের স্নিগ্ধ আলো যেমনি জাগতিক সবকিছুকে চনমনে রাখে তেমনি শব্দায়ন আবৃত্তি একাডেমী এই শহরের সংস্কৃতি অঙ্গনকে রেখেছে অফুরান প্রাণ সঞ্চারী কর্ম চাঞ্চাল্যে। চাঁদ যেমন বেঁচে থাকবে হাজার বছর তেমনি শব্দায়ন বেঁচে থাকবে অযুত-কোটি বছর, হয়ে কক্সবাজারের চাঁদের আলো। বাংলাদেশে ভাষা ও সাহিত্যের বাচিক শিল্পচর্চার পথিকৃৎ প্রতিষ্ঠান শব্দায়ন আবৃত্তি একাডেমীর ৩২তম জন্মদিনের পিঠা উৎসবে এসব কথা বলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী।

সোমবার বিকালে কক্সবাজার হোটেল সিলভার শাইন চাঁদোয়ায় ‘মঙ্গল গাও আনন্দমনে মঙ্গল প্রচারো বিশ্বমাঝে’ এই শিরোনাম নিয়ে শব্দায়ন আবৃত্তি একাডেমীর ৩২তম জন্মদিন উপলক্ষে হয়ে গেল বর্ণিল পিঠা উৎসব। পিঠা উৎসবের পাশাপাশি কথামালা, আবৃত্তি আর গানের মধ্য দিয়ে শহরের সাহিত্য পিপাসুদের ভিড়ে ঝলমল হয়ে উঠেছিল পুরো উৎসবস্থল। চাঁদ হয়তো ছিলনা, কিন্তু শত শত চাঁদ মুখে ভরে উঠেছিল অনুষ্ঠান অঙ্গন। শব্দায়নের বর্তমান বন্ধুরাতো ছিলই, ছিল পুরনো দিনের অনেক বন্ধুরাও। ছোট ছোট সোনামনিরা যেমন গান গেয়েছে, তেমনি কথামালা উচ্চারণ করেছেন ৮০ বছরের তরুণ শব্দায়ন সুহৃদও।

৩২তম জন্মদিনে শব্দায়নের পরিচালক জসীম উদ্দিন বকুল বলেন, এই আয়োজনে শব্দায়ন সুহৃদগণদের জন্য নকশী পিঠা, খেজুরী, কেকাই, আতিক্ক, পাক্কন, ধুপ পায়েসসহ ৪৫ রকমের বিভিন্ন পিঠার ৩ হাজার ৮০০ নমুনা হাজির করেছে। এছাড়াও এই উৎসবে এক ভিন্ন ধরনের আয়োজন হচ্ছে জীবন্ত পিঠা। পিঠা উৎসব শুরুর নিমিষেই কয়েক শত শিশু, তরুন, বৃদ্ধ, মানব-মানবী মিলে সোল্লাসে নিমেষেই পিঠা খাওয়া শেষ করে জানান দিলো আজ শব্দায়ন পরিবার কত বড়। তাদের এই প্রবল উপস্থিতি আমাকে প্রচন্ডভাবে প্রাণিত করল ৩৩তম জন্মদিনের দিকে পা বাড়াতে। প্রথম জন্মদিনে যেমন খুশি ছিলাম আজকেও সেই খুশিটাই অনুভব করছি এত এত লোকের উপস্থিতি দেখে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিটি কলেজের অধ্যক্ষ ক্যা থিং অং, সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, অধ্যাপক মকবুল আহমেদ, কন্ঠ শিল্পী প্রবীর বড়ুয়া, অধ্যাপক মঈনুল হাসান পলাশ, শব্দায়ন রামু উপ-কেন্দ্রের উপ-পরিচালক অধ্যাপক মানসী বড়ুয়া, অধ্যাপক সুচন্দা, কবি মানিক বৈরাগী, কবি নিলয় রফিক, সিনিয়র শিক্ষক মোঃ নাসির উদ্দিন, সোহেল ইকবাল, সাংবাদিক সুনিল বড়ুয়া, তৌফিকুল ইসলাম লিপু, সেবা টেলিকমের দেলোয়ার হোসেন, ইউএনএইচসিআর এর সিনিয়র অফিসার ইখতিয়ার উদ্দিন বায়েজিদ, ডাব্লিউএফপি’এর কক্সবাজার প্রধান সিনজিয়া ক্রশিয়ানী ।

জন্মদিনের অনুষ্ঠানের সদস্য সচিব মিনহাজ চৌধুরীর সঞ্চলনায় পিঠা উৎসবের আহবায়ক গিয়াস উদ্দিন মিলন ও শব্দায়নের অভিভাবক ফোরামের আহবায়ক নাসিমা আক্তার তাদের অভিমত ব্যাক্ত করেন। শিশু-কিশোর ও জ্যেষ্ঠ বিভাগের শিক্ষার্থীরা জন্মদিনের গান, একুশের গান-কবিতা পরিবেশন করেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলার সুশীল সমাজ, সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী, কবিতা প্রেমী ও আবৃত্তি অনুরাগীগণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন