পেকুয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

pic SSC exzaum pekua 31-01-2016 (1)--

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপুর্ণভাবে শিক্ষার্থীদের স্বত:স্পূর্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্পুর্ণ নকলমুক্ত পরিবেশে উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ৩টি কেন্দ্রে নির্ধারিত সময় সকাল ১০টা হইতে দুপুর ১টা পর্যন্ত স্ব-স্ব কেন্দ্রে দায়িত্বরত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা পরিচালনা করেন।

ওই দিন উপজেলায় মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পৃথক দুটি কেন্দ্রে পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশন ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০টি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮২৫জন। ছাত্র সংখ্যা ৪৩৫ এবং ছাত্রী সংখ্যা ৩৯০ জন। পরীক্ষায় অনুপস্থিত সংখ্যা ছিল এক জন ছাত্রী।

পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্র হল সচিবের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জহির উদ্দিন। হল সুপার দায়িত্বে ছিলেন রাজাখালী এয়ার আলী খাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী সুপার ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার।

এদিকে অপর কেন্দ্র পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম। হল সুপার শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রহিম, সহকারী হল সুপার ছিলেন বারবিকয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক।

অপর দিকে মাদ্রাসার শিক্ষা বোর্ডের অধিনে একটি মাত্র কেন্দ্র আনোয়ারুল উলুম ইসলামী ফাজিল মাদ্রসায় মোট ৪১৪জন শিক্ষার্থী মধ্যে অনুপস্থিত ছিল ১জন। কেন্দ্রে হল সচিবের দায়িত্ব পালন করেন মাদ্রাসার অধ্যক্ষ আমিনুর রশিদ। হল সুপার ছিলেন মগনামা মাঝির পাড়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুর, সহকারী সুপার ছিলেন পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম মুনিরুজ্জামান রব্বানি।

পরীক্ষা চালাকালীন সময়ে সার্বক্ষনিকভাবে হল পরির্দশনে ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, কেন্দ্র পরিদর্শক এম.কামাল হোছাইন, এ এম এম শাহজাহান, বদরখালী কলেজের সহকারী অধ্যক্ষ নুর মোহাম্মদ, ইংরেজী প্রভাষক এইচএম হামিদুল ইসলাম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন