করোনা ভাইরাস: আলীকদম উপজেলা লকডাউন

fec-image

করোনা ভাইরাস রোধে বান্দরবান পার্বত্য জেলা আলীকদম উপজেলা প্রশাসন থেকে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গণ-বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তিতে ১০টি নির্দেশনা জারী করা হয়।

১। আলীকদম থেকে দেশের যেকোন সড়কে সকল ধরণের যোগাযোগ বন্ধ থাকবে। এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, খাদ্য পন্য পরিবহনকারী গাড়ি এ বিজ্ঞপ্তির আওতামুক্ত থাকবে।
২। ফার্মেসী ২৪ ঘন্টা খোলা রাখা যাবে। তবে কোন জটলা করা যাবে না।
৩। কাঁচা বাজার, মুদি দোকান সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে। সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে বিক্রয় করতে পারবেন।
৪। আবাসিক হোটেল, খাবার হোটেল/রেস্তোরা বন্ধ থাকবে।
৫। বিদেশ ফেরত এবং ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার হতে আগত বাসিন্দারা বাসায় অবস্থান করবেন। বাসার অন্যান্য সদস্য হতে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন।
৬। সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ থাকবে।
৭। অনুমতি ছাড়া কোন গণজমায়েত করা যাবে না।
৮। সব ধরণের পরিবহন ব্যবহার নিরূৎসাহিত করা হয়েছে।
৯। বাজার ব্যবস্থাপনা কমিটি সংশ্লিষ্ট বাজার জীবানু নাশক দ্বারা পরিস্কার-পরিচ্ছন্ন করবেন এবং
১০। সরকারি, বেসরকারি স্থাপনা/প্রতিষ্ঠান ও ঘরবাড়ির চারপাশ জীবানুনাশক দিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, উপজেলা লকডাউন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন