রাঙামাটির কাপ্তাইয়ে ওলামা মাশাহেক ও সাধারণত জনতা মিলে ইসরাইলী পণ্য বর্জনে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮এপ্রিল) কাপ্তাইয়ের নতুন বাজারের প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেট লেখা রয়েছে সকল ধরনের ইসরালী পণ্য বর্জন করুন এবং দেশী পণ্য ক্রয় করুন।কাপ্তাই বিএফআইডিসি মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন সাইফী জানান, আমরা সকলে মিলে নতুন বাজার তথা প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ইসরালী পণ্য বর্জন বিষয়ে সচেতনামূলক লিফলেট বিতরণ করেছি। এবং সাধারণ জনতা এবং বিভিন্ন সম্প্রদায়ের লোকজন আমাদের লিফলেট আন্দনের সহিত গ্রহণ করে নিয়েছে। এবং বলেছে আমরা ইসরালী পণ্য বিক্রয় করব না। দেশি পণ্য বিক্রয় করব।বিতরণের সময় ইমাম হাফেজ মোশাররফ, ফখরুল ইসলাম সহ সাধারণ সচেতন লোকজন উপস্থিত ছিলেন।