রাইখালীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে চন্দ্রঘোনায় থানা পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজনকে আটক করা হয়েছে।
বুধবার(১৬ জুন) বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর পরিচালিত অভিযানে ডলুছড়ি পাড়ায় অভিযান চালিয়ে তার বসতঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত উছাইমং মারমা প্রকাশ নিথোয়াই(৩৪) ডলুছড়ি এলাকার থোয়াইচিং মারমার ছেলে।
এসময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় ইতিমধ্যে রাইখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতুকে হত্যাচেষ্টার মামলা রেকর্ড আছে।
এই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্রমামলা দায়ের করা হয়েছে।