কাপ্তাই উপজেলা কৃষকলীগের আংশিক কমিটি গঠন
রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলা কৃষকলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কাপ্তাই উপজেলা কৃষকলীগ সম্পাদক সুব্রত বিকাশ তনচংঙ্গ্যা জানান, বুধবার (১ ফেব্রুয়ারি) রাঙামাটি কৃষকলীগ সভাপতি জাহিদ আক্তার ও সম্পাদক উদয় শংকর চাকমা লিখিতভাবে আংশিক কমিটির অনুমোদন দেয়।
এতে উপজেলা কমিটির সভাপতি মো. মাহাবুব আলম তালুকদার, সহসভাপতি ৪ জন শামসুদ্দীন, সুধীর তালুকদার, মোহাম্মদ আলম, মো.আবু তালেব; সাধারণ সম্পাদক পদে সুব্রত বিকাশ তনচংঙ্গ্যা, যুগ্ম সম্পাদক ২ জন মো. ইদ্রিস আলী, সনজিৎ তনচংগ্যা; সাংগঠনিক পদে মো. আক্তার হোসেন ও রতন মার্মা।
আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির বরাবরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
ঘটনাপ্রবাহ: কমিটি, কাপ্তাই, কৃষকলীগ
Facebook Comment