কাপ্তাই থানার গ্রিল কেটে পালিয়ে যাওয়া আসামী গ্রেপ্তার


রাঙামাটির কাপ্তাই থানা হাজতের গ্রিল কেটে পালিয়ে যাওয়া আসামী সাগর প্রকাশ অলিকে (২২) অভিযান চালিয়ে ১৫ ঘণ্টা পর গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আসামী সাগর প্রকাশ অলি কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুল শাহাজাহানের ছেলে।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, আমরা পালিয়ে যাওয়া এই আসামীকে স্থানীয়দের সহায়তায় কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে নতুনবাজার কার্গো ডাউন সাইড এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসামির স্বীকারোক্তি অনুযায়ী ঈদের দুই দিন পরে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment