কুতুব‌দিয়ায় ৪ বছ‌রের সাজাপ্রাপ্ত আসামী আটক

fec-image

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। র‌বিবার (৮ জুন) লেমশীখালী নয়া ঘোনা থে‌কে তা‌কে আটক করা হয় ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।

থানার ও‌সি মো: আরমান হো‌সেন ব‌লেন, যৌতুক বিরুধী মামলায় ৪ বছ‌রের সাজাপ্রাপ্ত পলাতক আসামী লেমশীখালী নয়া‌ঘোনার মোজা‌ম্মেল হ‌কের ছে‌লে মো: তোয়াহা‌কে র‌বিবার নিজ বা‌ড়ি থে‌কে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে পু‌লি‌শ অ‌ভিযান চা‌লি‌য়ে আটক ক‌রে।

আসামী তোয়াহার বিরু‌দ্ধে ৪ বছর কারাদন্ড ছাড়াও ৪০ হাজার টাকা অর্থদন্ড অনাদা‌য়ে আ‌রো এক বছর বিনাশ্রম কারাদন্ড ছিল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন