কুতুবদিয়ায় করোনা রোগীর সংস্পর্শে ৫ প্রতিষ্ঠান লকডাউন


কুতুবদিয়ায় করোনা শনাক্তের সংস্পর্শে আসা ডায়াগনস্টিক সেন্টারসহ ৫ প্রতিষ্ঠান লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
মোহাম্মদ হোছাইন নামের এক ফিশিং শ্রমিক বৃহস্পতিবার করোনা টেস্টে পজিটিভ হওয়ায় এ সিদ্ধান্ত নেন প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর জানান, বড়ঘোপ মনোহরখালী গ্রামের করোনা শনাক্ত হওয়া মোহাম্মদ হোছাইনের বাড়ি, হাসপাতাল গেইটে তার চিকিৎসা নেয়া ডাক্তারের চেম্বার নিরাময় ফার্মেসি, নেবুলাইজেশন দেয়া ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার ও তার সংশ্লিষ্ট দু‘টি চা দোকান শুক্রবার লকডাউন করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: করোনা, কুতুবদিয়ায়, রোগীর
Facebook Comment