কুতুবদিয়ায় মাদকব্যবসায়ী আটক


কুতুবদিয়ায় দীর্ঘ দিনের পেশাদার এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) ভোরের দিকে আবু জাফর প্রকাশ জুনাইয়াকে (৪৫) বড়ঘোপ দক্ষিণ অমজাখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে থানা সূত্র জানায়।
থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, মাদক ব্যবসায়ী জুনাইয়া দীর্ঘ দিন ধরে এলাকায় মদ, গাঁজা, ইয়াবার ব্যবসা করছিল। এর আগেও তাকে কয়েকবার আটকও করা হয়। তবে জামিনে এসে আবারও মাদক পেশায় জড়ায় সে। শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় অন্তত ৫টি মাদক আইনের মামলা রয়েছে বলেও জানান তিনি ।
ঘটনাপ্রবাহ: আটক, কুতুবদিয়ায়, ব্যবসায়ি
Facebook Comment