কুতুবদিয়ায় লবণের ট্রাক উল্টে খাদে, চালক-হেল্পার আহত
কুতুবদিয়ায় একটি লবণ ভর্তি ট্রাক দুর্ঘটনার শিকার হয়ে উল্টে খাদে পড়ে গিয়ে চালক-হেল্পার আহত হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ ধূরুং নূড়ার পাড়া রাস্তার মাথায় আজম রোডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় আলী ফকির ডেইল গ্রামের মিজবাহ উদ্দিন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ধূরুংকাচা গ্রামের তারেক মোহাম্মদ নওশাদের ১২০ মণ লবণ লোড করে দরবার ঘাটের দিকে যাচ্ছিল। আজম সড়কে নূড়ার পাড়া রাস্তার মাথায় দু’দিন আগে দেয়া স্পিড ব্রেকারের কাছে এসে নিয়ান্ত্রণ হারিয়ে পাশের বাড়ির বেড়া ভেঙে ট্রাকটি হঠাৎ উল্টে যায়। এ সময় চালক ও হেল্পার আহত হন।
ট্রাকটি লেমশীখালী রাজাখালী গ্রামের মিন্টুর বলে জানা গেছে।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, ট্রাক, লবণ
Facebook Comment