দীঘিনালায় জুনুতি ত্রিপুরা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ক্রিকেটের মাধ্যমে দীঘিনালা সারা দেশে পরিচিত লাভ করবে: মোহাম্মদ কাশেম 

fec-image

খাগড়াছড়ির দীঘিনালায় জুনুতি ত্রিপুরা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম বলেছেন, ‘ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ যেভাবে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করেছে, ঠিক একদিন দীঘিনালা উপজেলাও সারা দেশে পরিচিতি পাবে।’

এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান এধরনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার জন্য জুনুতি ত্রিপুরার সুযোগ্য সন্তান কার্তিক ত্রিপুরাকে ধন্যবাদ জানান।

সোমবার (৯ জানুয়ারি) দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় জুনুতি ত্রিপুরা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আবদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম, নির্বাহী সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ১নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী, জুনুতি ত্রিপুরা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক কার্তিক ত্রিপুরা এবং পরিচালনা কমিটির সদস্য সচিব বি আহমেদ রাজু।

ফাইনাল খেলায় দীঘিনালা বাইকার্স ক্লাব ৩ উইকেট হারিয়ে ১৪৯ রান করে চ্যাম্পিয়ন এবং খাগড়াছড়ি সদর উপজেলা একাদশ সব উইকেট হারিয়ে ১০২ রান করে রানার্স আপ হন।

এছাড়া ফাইনাল খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত শাহীনুল ইসলাম সুমন, প্লেয়ার অব টুর্নামেন্ট হন রাসেল, সেরা ব্যাটসম্যান, মো. কায়েস, সেরা বোলার মো. পিয়াস দ্যা কিপার বায়েজিদ আহমেদ নাঈম, সেরা ক্যাপ্টেন নির্বাচিত হন কাজী শাহীন।

এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীঘিনালা, স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন