খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত


খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি’র অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এছাড়া অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাহিদ নাদিয়া,বিশিষ্ট সংগীত শিল্পী মো. আবুল কাশেম প্রমুখ।
এছাড়াও পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের বর্ণাঢ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঘটনাপ্রবাহ: অনুষ্ঠিত, একাডেমি, খাগড়াছড়ি
Facebook Comment