বান্দরবানে কৃষকদের মাঝে ৫৭ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ

fec-image

‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, তবেই হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪টি সরকারি-বেসরকারি তফসিল ব্যাংকের সমন্বয়ে বান্দরবানে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সোনালী ব্যাংক ও সকল তফসিল ব্যাংকের আয়োজনে জেলা প্রশাসকের সহযোগিতায় এই কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয় । মেলায় ১৪টি ব্যাংকের স্টল অংশগ্রহণ করে ।

সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফর রহমান, বিভিন্ন ব্যাংকের ম্যানেজার, সকল ব্যাংক কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, কৃষকরা হল একটি দেশের জাতির মেরুদণ্ড। দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারা ফসল উৎপাদন করে দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করছে। তাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকল ব্যাংক এ সকল কৃষকদের ঋণ দিয়ে তাদের জীবনমান পরিবর্তন এবং কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের জন্য সহায়তা করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় আজ বান্দরবানের ১৪টি ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন কৃষকদের মাঝে ৫৭ লাখ ২০ হাজার টাকার ঋণ সহায়তা প্রদান করা হয় । পরিশেষে স্টল পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কৃষক, কৃষি ঋণ, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন