খাগড়াছড়িতে পুলিশি কার্যক্রমের অভিন্ন মানদণ্ডে সফল কর্মকর্তাদের পুরস্কার বিতরণ

fec-image

খাগড়াছড়ি জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ বাহিনীর কর্মকর্তাদের মে মাসের বিভিন্ন কার্যক্রমের অভিন্ন মানদণ্ড বিবেচনায় পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সার্কেল কর্মকর্তা), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ পরিদর্শক (তদন্ত), সহকারী পুলিশ পরিদর্শক (এস.আই), উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) কে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (৮ জুন) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক সভায় মে-২২ মাসের পুলিশি কার্যক্রমের অভিন্ন মানদণ্ডে বিবেচনায় পুরস্কার প্রাপ্তরা হলেন, মোহাম্মদ আবদুল আজিজ পুলিশ সুপার খাগড়াছড়ি পাবর্ত্য জেলা, সহকারী পুলিশ সুপার (সার্কেল কর্মকর্তা) এ.কে.এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াছ, মানিকছড়ি থানা, সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) মো. সাদ্দাম হোসেন, মাটিরাংগা থানা, ও উপসহকারী পুলিশ পরিদর্শক (এ এসআই) সোহেল রানা মানিকছড়ি থানা।

পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ উপস্থিত থেকে পুরস্কৃত সদস্যদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পুলিশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন