খাগড়াছড়িতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ
খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা যুবলীগ। বিএনপি-জামায়াতের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচী পালন করা হয়।
বুধবার (১৪ জুন) সকালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে শান্তি সমাবেশ করে।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভপতি ও জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, মনির হোসেন খান ও জেলা যুব লীগের সাধারন সম্পাদক কে এম ইসমাইল হোসেন।
বক্তারা বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি অবৈধ পথে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ আশা কোন দিন পূরন হবে না মন্তব্য করে ষড়যন্ত্র প্রতিহত করতে যুবলীগসহ বাংলাদেশ আওয়ামী লীগ সজাগ আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আবারো দেশবাসীর নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
নিউজটি ভিডিওতে দেখুন: