বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট

শান্তর ফিফটি; মাহমুদুলের সঙ্গে শতরানের জুটি

fec-image

প্রথম টেস্টে আফগানিস্তানের সাথে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ।

মিরপুর শেরে বাংলায় বুধবার (১৪ জুন) ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। অভিষিক্ত ডানহাতি পেসার নিজাত মাসুদের করা ওভারটির প্রথম বলেই ব্যাটের কানায় লেগে কিপারের হাতে ধরা পড়েন জাকির হাসান (১)। তাকে ফেরাতে অবশ্য রিভিউ নিতে হয়েছে আফগানদের। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্ত জুটি গড়েন। দলীয় স্কোরবোর্ডে ৫০ রান যোগ হয় ৭০ বলে। ওয়ানডে স্টাইল ব্যাটিংয়ে ৫৮ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। ২০.১ ওভারে বাংলাদেশের স্কোর তিন অংক স্পর্শ করে।

১২৯ বলে একশ ছাড়ায় শান্ত-জয়ের জুটি। ১ উইকেটে ১১৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ।

এই টেস্টে ইনজুরির কারণে খেলছেন না সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। সাকিবের জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন।

আর তামিম ইকবালের চোটে একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়। যিনি প্রায় এক বছর আগে সর্বশেষ টেস্ট খেলেছেন। তিন পেসার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ফিরেছেন তাসকিন আহমেদ। সঙ্গে আছেন দুই স্পিনার।

অন্যদিকে আফগানিস্তান দলে দুজনের অভিষেক হচ্ছে। তারা হলেন-অলরাউন্ডার করিম জানাত ও ডানহাতি পেসার নিজাত মাসুদ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ : হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, নাসির জামাল, আফসার খান, করিম জানাত, জহির খান, আমির হামজা হোতাক, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আফগানিস্তান, উইকেট, টেস্ট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন