গর্জনিয়ার লোকালয়ে বন্য হাতির হানা, নির্ঘুম রাত স্থানীয়দের


রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে সোমবার গভীর রাতে একটি বন্য হাতি হানা দেয়।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে হাতিটি বোমাংখিল পুরাতন কবরস্থানে চলে আসে। স্থানীয়রা হাতিটিকে দেখতে পেলে পুরো ইউনিয়নে খবরটি ছড়িয়ে পড়ে।
এ সময় হাতিটি গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমদ শাহ বাবুলের বাগানে ঢুকে একটি গাছ উপড়ে পেলে, কলা গাছ, সীমানা প্রাচীর এবং স্থানীয় বেশ কিছু লোকজনের ধান আর তামাক ক্ষেত নষ্ট করেন। হাতির ভয়ে গ্রামের সমস্ত মানুষ নির্ঘুম রাত পার করেছে বলে স্থানীয় সূত্র জানা যায়।
পরে রাত ৩ টার দিকে লোকজনের তাড়া খেয়ে হাতিটি রাজঘাট হয়ে জঙ্গলের দিকে চলে যায়।
গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, পাহাড়ে খাদ্য সংকটের কারণে বন্য হাতি মাঝে মধ্যে লোকালয়ে নেমে আসছে। এর আগে ক্যাজরবিল গ্রামের লোকালয়ে এসেছিলো হাতির পাল। হঠাৎ এভাবে হাতি লোকালয়ে চলে আসলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এছাড়া হাতির ভয়ে রাত জেগে পাহারা দিচ্ছে স্থানীয় লোকজন