গর্জনিয়ায় ২ অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিল প্রশাসন

fec-image

কক্সবাজারের রামুর গর্জনিয়া বাজারের ২ অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিল রামু উপজেলা প্রশাসনের নির্দেশনায় রামু স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির নেতৃত্বে অভিযানকারী দল।

বুধবার ( ৩০ আগস্ট) দুপুরে এই ২ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে অবৈধ কার্যক্রম না চালাতে নিদের্শ প্রদান করা হয়।

প্রতিষ্ঠান দুটি হলো- গর্জনিয়া বাজারের মসজিদ মার্কেটস্থ ডা. শফিক আহমদের গড়া কচ্ছপিয়া হেলথ এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও আবছার বোর্ডিং এ গড়া
গর্জনিয়া বাজার ডিজিটাল প্যাথলজি সেন্টার ।

অপর দিকে বাজারের পশ্চিমের গলিতে অবৈধভাবে গড়া মিনি প্যাথলজি সেন্টারের মালিক আবুল হোসেন কর্তৃপক্ষের অভিযানের খবর শুনে তড়িগড়ি করে তার এ প্রতিষ্ঠানে তালা সেটে দিয়ে পালিয়ে যান।

অভিযানে নেতৃত্ব দেন রামু হাসপাতালের এমওডিসি ডা. নায়েম সরকার। এছাড়া অভিযানে অন্যান্যদের ছিলেন সেনেটারি ইন্সপেক্টর (রোগ নিয়ন্ত্রণ) মমতাজ উদ্দিন, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ রানা ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) দর্পন বড়ুয়াসহ টিম।

টিমের সদস্য সেনেটারি ইন্সপেক্টর (রোগ নিয়ন্ত্রণ) মমতাজ উদ্দিন পার্বত্যনিউজকে বলেন, এসব প্রতিষ্ঠান বা সেন্টারের বৈধ কোন কাগজপত্র ছিল না। কোন ডিগ্রিধারী টেকনিশিয়ান নেই, সাইনবোর্টও নেই। আছে শুধু প্যাড আর যন্ত্রপাতি। যা দিয়ে মাসের পর মাস অবৈধভাবে বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। তাই এ অভিযান। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, কিছু অসাধু ব্যক্তি নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে এ ল্যাব ৩টি জিইয়ে রাখে। যা মানুষের জীবন নিয়ে খেলার শামিল। এসব ভুয়া ডাক্তারদের বিরুদ্ধেও অভিযানের দাবি জানান তারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গর্জনিয়া, ডায়াগনস্টিক সেন্টার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন