গর্জনিয়া মারুফ মেম্বারের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

fec-image

রামুর গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহরান চৌধুরী মারুফের মুক্তির দাবিতে উত্তাল গর্জনিয়া। তাঁকে দ্রুত সময়ে এলাকায় ফিরে পেতে আকুতি জানিয়েছে সর্বমহল।

রোববার (১৯ জুন) বিকেলে বৃষ্টি চলাকালীন গর্জনিয়ার বটতলী স্টেশনে (আমির মো. চৌধুরী বাচ্চু চত্বর) গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সর্বস্থরের জনতার উদ্যোগে মারুফের মুক্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, ২০১৬ সালের গর্জনিয়া ইউপি নির্বাচনে নৌকার কর্মী যুবলীগ নেতা মঞ্জুর আলম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বাদি পক্ষকে সার্বিক সহযোগিতাকারী শাহরান চৌধুরী মারুফসহ আটজনকে হত্যাকাণ্ডে জড়িতরা চক্রান্ত করে সিআইডির সহকারী পুলিশ সুপার মিজানুর রহমানের মাধ্যমে চার্জশীটে যুক্ত করেন। অথচ তাঁদের নাম এজাহারে ছিল না। যার ফলশ্রুতিতে গত ১৬ জুন রাতে মারুফকে গ্রেফতার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ক্ষুদ্ধ গর্জনিয়াবাসী। দ্রুত সময়ের মধ্যে মারুফ মেম্বারের মুক্তি কামনা করছি। কারণ সে জেলে থাকলে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইউছুপ, বিশিষ্ট সমাজসেবক আরিফুল ইসলাম পান্নু, আব্দুর রহিম, জহির উদ্দিন, আবুল মনছুর, কামাল উদ্দিন, নুরুল আলম সওদাগর, মোহাম্মদ আব্বাস, ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন স্বাধীন, শ্রমিক নেতা জসিম উদ্দিন হেলালী, ক্রীড়াপ্রেমি জয়নাল আবেদীন জনি, ছাত্রনেতা ঈসমাইল প্রমুখ। মানববন্ধন শেষে শাহরান চৌধুরী মারুফের মুক্তির দাবিতে নানা স্লোগানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গর্জনিয়া, বিক্ষোভ, মানববন্ধন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন