গর্জনিয়ায় ২ ডাকাতকে অস্ত্রসহ আটক


রামু উপজেলার গর্জনিয়া ইউপির মাঝির কাটার নলবুনিয়া গ্রাম থেকে দুই ডাকাতকে দেশীয় তৈরি দুইটি গাদা বন্দুকসহ আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে রামু থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন এর দিকনির্দেশনায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ রানার নেতৃত্বে এসআই মোজাম্মেল হক এবং এসআই শরিফুল ইসলামসহ একদল পুলিশ স্থানীয় জনগনের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন।
আটককৃতরা হলেন, জামাল হোসেন (৪০) মহেশখালীর বাদশা মিয়ার ছেলে এবং আব্দুর রহিম (৩৮) গর্জনিয়া ইউপির হিমছড়ির আলি হোসেনের ছেলে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে পার্বত্য নিউজকে জানান, গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।
ঘটনাপ্রবাহ: গর্জনিয়া, গাদা বন্দুক, গ্রেপ্তার
Facebook Comment