গাজায় ইজরায়েলির নৃশংস হামলার প্রতিবাদে বান্দরবানে ছাত্র সমাজের মানববন্ধন

ফিলিস্তিনের গাজায় ইজরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে সচেতন ছাত্র সমাজ।মঙ্গলবার  (৭ এপ্রিল) সকালে সচেতন ছাত্র সমাজের আয়োজনে বান্দরবান প্রেসক্লাব সংলগ্ন আবু সাঈদ মুক্ত মন প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, ছাত্র প্রতিনিধি আসিফ ইকবাল সহ সকল সচেতন মহল ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধি ও বান্দরবানবাসী।ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আজ আমরা মুসলমান হিসেবে অনেক বেশি লজ্জিত। ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই, বোন, শিশুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। অথচ আমরা মুসলমান হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারছি না। যে মুসলমানদের এক দেহের মতো থাকার কথা আজ তারা বিভিন্ন ভাগে বিভক্ত।মুসলমানদের এমন অবস্থা হয়েছে গাজায় হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরও তাদের বিবেকের কড়া নড়ছে না। মুসলমানদের আর বিভক্ত থাকার দিন নেই।আমরা যত বেশি বিভক্ত হবো আমাদের বিরোধী শক্তি তত বেশি শক্তিশালী হবে, আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাবে। আর পুরো মুসলিম জাতি যদি এক হয়ে হুংকার দেওয়া যায় তাহলে শুধু নেতানিয়াহু নয় পুরো ইসলাম বিরোধী শক্তির মসনদ ভেঙে যাবে।বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাই, আপনারা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের গাজায় মানুষের পাশে দাঁড়ান এবং ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করুন।
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন