চকরিয়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

fec-image

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম নামের জামায়াত নেতা হত্যার ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের নামে নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

এরই আগে মঙ্গলবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাছিমার কাটা সিকদারপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত আরিফুল ইসলামের চাচাতো ভাই প্রধান আসামি সাজ্জাদ হোসেন সুজন (৩৫), তার মা ফাতেমা বেগম (৫৫), বোন রেশমী আক্তার (২২), ছোট ভাইয়ের স্ত্রী রচনা আক্তার (২৮), ঘাতক সুজনের স্ত্রী জাকিয়া সোলতানা সুমাইয়া (২৫)।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, জামায়াত নেতা আরিফ খুনের ঘটনায় তার ভাই আরমান হোসেন বাদী হয়ে একই পরিবারের পাঁচজনকে আসামি ও অজ্ঞাত আরও তিনজনের নামে মামলা করেছেন।

খুনের ঘটনায় আটকদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধান ঘাতক সাজ্জাদ হোসেন সুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেন।

উল্লেখ্য, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কিছুদিন আগে সাজ্জাদ হোসেন সুজনের সাথে জামায়াত নেতা আরিফের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তাকে দেখে নেওয়ার হুমকিও দেয়।

এ ঘটনার রেশ ধরে সুজনের ছুরিকাঘাতে ঘটনাস্থলে জামায়াত নেতা আরিফ খুন হয়। এ সময় তার মামাতো ভাই খায়রুল সিকদার নামে আরেকজন গুরুতর আহত হন। তিনি বর্তমানে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন