চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

fec-image

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।

সোমবার (১৭ মে) বেলা ১২টার দিকে কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ মালুমঘাট দরগাহ গেটের সামনে এ দূর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী যুবক মেহেদী হাসান উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা মাঝের পাহাড় এলাকার মোস্তাক আহমদ লালুর ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ মালুমঘাট দরগাহ গেটের সামনে বেলা ১২টার দিকে চকরিয়া থেকে ডুলাহাজারা অভিমুখী যাত্রীবাহি লেগুনা (ম্যাজিক) গাড়ি দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছে। ওই সময় মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা লেগুনা গাড়িতে মুখোমুখি সংঘর্ঘে ঘটে সড়কে ছিড়কে পড়ে গেলে গুরুত্বর আহত হয়। মোটরসাইকেল আরোহী যুবক মেহেদী।

স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। প্রতিমধ্যে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে আহত মোটরসাইকেল আরোহী যুবক বিকেল সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেন।

ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন নিহত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে মহাসড়কস্থ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (পুলিশ পরিদর্শক) মো. শাফায়েত উদ্দিন কাছে জানতে চাইলে বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি কেউ আমাকে অবহিত করেনি। তারপরও এ বিষয়ে খোঁজ নেয়া হবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া, নিহত, মোটরসাইকেল আরোহী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন