চবি’র নবনিযুক্ত প্রো ভিসির সাথে পিবিসিপি’র চ.বি. শাখা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

PBCP (2)

গত ৫ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চ.বি.) নবনিযুক্ত প্রোভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী  সাথে ‘পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ’ চ.বি. শাখার সভাপতি মো: সারোয়ার জাহান খানের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরে সংগঠনের নেতাকর্মীরা নবনিযুক্ত উপ-উপাচার্য ফুল দিয়ে বরণ করেন। উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ে  যাতে শিক্ষার সুষ্ঠূ পরিবেশ বজায় থাকে সেজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় নেতৃবৃন্দ  উপ-উপাচার্যের কাছে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি ক্ষেত্রে অ-উপজাতীয় কোটা বৃদ্ধি এবং হলে সিট বরাদ্দের ক্ষেত্রে অ-উপজাতীয় কোটার  দাবি জানান। পরে তিনি উক্ত বিষয়গুলো আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ.বি. শাখার সিনিয়র সহ সভাপতি মো: মো: শাকির উল্লাহ জোবায়ের, সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: শরিফ উদ্দিন, নিজাম বশর, আতিক, ইশতায়াক, খোরশেদ আলম, শাকিল, কাউসার, শিশির, আলী, আতাউর, অন্তু, রুহুল, ফারুক সহ আন্যান্য নেতাকর্মীরা।
♦বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন