জোড়া ফিফটিতে রানের পাহাড় গড়তে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা
টস হেরে বোলিং করতে নেমে প্রথম ওভারেই প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন পেসার তাসকিন আহমেদ। তুলে নেন টেম্বা বাভুমাকে। এরপর ডি কক ও রাইলি রুশোর ঝড় চলছেই। বলে বলে চার-ছক্কার প্রদর্শনী চলছে। বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ব রানের পাহাড় গড়তে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৮৯ ছাড়িয়েছে। ক্রিজে থাকা দুই প্রোটিয়া ব্যাটার ডি কক ও রাইলি রুশো দুজনই ব্যক্তিগত ফিফটি ছাড়িয়ে সেঞ্চুরির পথে রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক টেম্বা বাভুমাকে ফেরান তাসকিন।
অফ স্টাম্পের বাইরে টাইগার পেসারের অসাধারণ এক লেংথ বলে খোঁচা মেরে আউট হন বাভুমা। উইকেটের পেছনে ক্যাচ নিতে তেমন একটা বেগ পেতে হয়নি উইকেটকিপার নুরুল হাসানের। ৬ বল খেলে ২ রান করে সাজঘরে ফিরে গেছেন প্রোটিয়া অধিনায়ক।
তবে দ্রুত উইকেট হারানোর পর টাইগার বোলারদের ওপর চড়াও হন প্রোটিয়া দুই ব্যাটার ডি কক ও রাইলি রুশো। মাত্র ২ রান খরচায় ১ উইকেট তুলে নিয়ে স্বপ্নের শুরুর পর নিজের দ্বিতীয় ওভার করতে এসেই এলোমেলো তাসকিনকে দেখা গেল। পরপর দুই নো এবং চার-ছক্কায় এক ওভারেই দেন ২১ রান। বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে খরুচে ওভার এটি।
তাসকিনের পর চতুর্থ ওভারে বল তুলে নেয়া তরুণ পেসার হাসান মাহমুদের ওপর চড়াও হন রাইলি রুশো। ইয়াসির আলি রাব্বির জায়গায় দলে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজকেও ছাড় দেননি দুই প্রোটিয়া ব্যাটার। এ অফস্পিন অলরাউন্ডার প্রথম ২ ওভারে দিয়েছেন ২৪ রান।