তামিম অনুশীলনে ফেরায় চিন্তামুক্ত ফরচুন বরিশাল

fec-image

মিরপুরে নেটে অনুশীলনের সময় মঙ্গলবার (৯ জানুয়ারি) জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বলে বাম হাতের আঙুলে চোট পান দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। সেই চোটের কারণে আঙুলে ব্যান্ডেজ বেঁধে মাঠ থেকে বের হয়ে যান ফরচুন বরিশালের তারকা ব্যাটসম্যান তামিম।

পরে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজেদুল ইসলাম জানান, তামিমের চোট অতটা গুরুতর নয়।

তবে বুধবার (১০ জানুয়ারি) মিরপুরে অনুশীলনে ফিরেছেন তামিম। তার এই ফেরা চিন্তামুক্ত করেছে বরিশালের টিম ম্যানেজমেন্টকে।

দলটির কোচ মিজানুর বাবুল জানান, সতর্কতামূলক হিসেবে গতকাল হাতে বল লাগার পর অনুশীলন বন্ধ করেছিলেন তামিম। আশা করছি বিপিএলে তাকে পুরো ফিট পাওয়া যাবে।

বিপিএলের এবারের আসরে বরিশাল দলে আছেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহমি ও মেহেদি হাসান মিরাজ। দলটি এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেনি।

এ ব্যাপারে কোচ মিজানুর রহমান বলেন, কে অধিনায়ক হবে বলতে পারব না। এটা আসলে ম্যানেজমেন্টের বিষয়। সময় হলে জানতে পারবেন। ম্যানেজমেন্ট জানাবে যে কে অধিনায়কত্ব করবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রিকেট, খেলা, বিপিএল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন