টেকনাফে অধ্যক্ষ ও প্রভাষককে মুখোশধারী দুর্বৃত্তের হামলা, শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

fec-image

কক্সবাজারের টেকনাফে হৃীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রভাষক দুর্বৃত্তের হামলার শিকার হয়েছে। তারা হচ্ছেন, ইংরেজি বিভাগের প্রভাষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুল মাশেক তৌহিদ এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদ লালু।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে টমটমযোগে হৃীলা পুরান বাজার হতে জনৈক নবী হোছাইনের টমটম (অটোরিকশা) যোগে কলেজে যাওয়ার সময় ইউছুপ ডেকোরেশনের দক্ষিণ পাশে কলেজ সংলগ্ন এলাকায় পৌছঁলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী দুই মোটরসাইকেল আরোহী যুবক অধ্যক্ষ ও প্রভাষকের টমটম গাড়ি গতিরোধ করে টেনে হেঁচড়ে নামিয়ে মুখে ও শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করে ফেলে দিয়ে দ্রুত মোটরবাইকে উঠে দক্ষিণের দিকে চলে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে কলেজ শিক্ষার্থীরা সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে একই দিন দুপুরে কলেজ ছাত্র-ছাত্রীরা কক্সবাজার-টেকনাফ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। এতে শিক্ষার্থীরা মুখোশধারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে হৃীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে অপসারণ করার দাবীতে গতকাল সোমবার একদল ছাত্র প্রতিবাদ করে। এই দাবি সাধারণ শিক্ষার্থীরা মেনে না নিয়ে উল্টো প্রধান শিক্ষকের পক্ষে শত শত শিক্ষার্থী মিছিল, স্লোগান ও প্রতিবাদকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়।

এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা টেকনাফ-কক্সবাজার সড়কে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন