টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ নারী-পুরুষ ৪ পাচারকারী আটক
টেকনাফের শীলখালীতে ৫০ হাজার পিস ইয়াবার চালানসহ ৪ জন নারী-পুরুষ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব)।
৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শীলখালী অস্থায়ী চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা যানবাহন তল্লাশীকালে যাত্রীদের আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো তাদের পায়ের উপরিভাগে অভিনব কায়দায় ফিটিং করে পাচার করছিল।
এসময় ধৃত যাত্রীরা হচ্ছে টেকনাফ মধ্যম গোদার বিলের মো. আলী আহমদের পুত্র মো. জিহাবুল (২৪), জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৬ এর বাসিন্দা মৃত সাকেরের পুত্র মো. রবিউল আলম (২০), কায়ুকখালী পাড়ার মো. নুর ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (২৮) এবং টেকনাফ সড়ক রাস্তা পাড়ার মো. মনির আহমদের স্ত্রী হাসিনা বেগম (৩৫)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনের মামলা দায়েরের পর জব্দকৃত মাদকের চালানসহ গ্রেফতারকৃত আসামীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদক পাচারকারি যে কাউকে আইনের আওতায় আনতে বিজিবি অভিযান অব্যাহত রয়েছে।