তথ্যমন্ত্রী সাজেকে অবস্থানকালীন রহস্যজনক আগুন, খতিয়ে দেখছে প্রশাসন

fec-image

রাঙামাটির সাজেকে মধ্যরাতে রহস্যজনক আগুনের ঘটনা ঘটেছে। রাত সাড়ে বারোটার সময় সাজেক পর্যটন কেন্দ্রের পাশেই এই আগুনের সূত্রপাত ঘটে।

জানা গেছে, শুক্রবার (১০ মার্চ) বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সস্ত্রীক সাজেকে অবস্থানকালীন মধ্যরাতে এই রহস্যজনক আগুনের ঘটনাটি ঘটলো। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সূত্র আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে গত ১৫ দিনে ৩ বার সাজেকে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

ঘটনাস্থলে উপস্থিত থাকা বাঘাইছড়ির আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেল চৌধুরী জানান, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মহোদয় সস্ত্রীক সাজেকে অবকাশযাপনে এসেছেন। এটা জানতে পেরে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সাথে আমরা সংবাদকর্মীরাও সাজেকে অবস্থান করছি। রাত সাড়ে বারোটার সময় আকস্মিকভাবে সাজেক পর্যটন কেন্দ্রের লুসাই হেরিটেজ কটেজের নীচে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা কটেজের নিকটে চলে আসতে থাকে।

একেতো পানির স্বল্পতা সাথে বাতাসের তীব্রতা সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুরো ঘটনার সময় বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তারসহ ঊধ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলের অদূরে সশরীরে উপস্থিত ছিলেন। এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে সেটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ইউএনও।

এদিকে, বিগত বছর থেকে শুরু করে সর্বশেষ গত ১৫ দিনে অন্তত ৩ বার সাজেকে আগুনের সূত্রপাত ঘটানো হয়েছে। দেশ-বিদেশের পর্যটকদের কাছে ব্যাপক পরিচিতি পাওয়া অন্যতম সাজেকের পর্যটন ব্যবস্থা ধ্বংসের লক্ষ্যে এই ধরনের রহস্যজনক আগুন লাগানো হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখার দাবি জানান স্থানীয় পর্যটন ব্যবসায়ীগণ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আগুন, তথ্যমন্ত্রী, সাজেক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন