ত্বক সুস্থ রাখতে বলিউড অভিনেত্রী মালাইকার পরামর্শ
ত্বকের যত্নে অ্যালোভেরার জাদুকরি গুণের কথা উল্লেখ করে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা জানালেন, অ্যালোভেরা জেল ব্যবহার করে কীভাবে তিনি ত্বকের যত্ন নেন। তবে ত্বক সুস্থ রাখতে সঠিক খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও নিয়মিত ইয়োগার বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি।
ত্বকের যত্নে মালাইকা অরোরার পরামর্শ:
কিছু বেসনের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক তৈরি করুন। মিশ্রণটি কিছুক্ষণ লাগিয়ে রাখুন ত্বকে।
শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেলের সঙ্গে জাফরান ও হলুদের গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করুন।
ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
মেকআপ ওঠাতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল।
ত্বকে র্যাশ উঠলে অ্যালোভেরা জেল ঘষে নিন।
জুতা পরার কারণে গোড়ালি লালচে হয়ে গেলেও এই জেল ঘষে নিতে পারেন।
অ্যালোভেরা জুস অথবা জেল বরফের ট্রেতে রেখে জমিয়ে নিন।
মেকআপ করার আগে বরফের টুকরা ঘষে নিন ত্বকে। ত্বক থাকবে সজীব।