থানচিতে ফের ৭ একর পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

বান্দরবান থানচি উপজেলার গহীন অরণ্যে নিষিদ্ধ মাদক দ্রব্য বাণিজ্যিকভাবে পপি চাষের ঝুঁকি নিয়েছে এক শ্রেণির প্রভাবশালীরা। গোয়েন্দা সংস্থার এমন সংবাদের ভিত্তিতে উপজেলা তিন্দু ইউনিয়নের এলাকা গভীর অরণ্যে অভিযান চালিয়ে ৭ একর পরিমাণ নিষিদ্ধ পপিক্ষেত ধ্বংস করেছে বর্ডা গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি’র নির্দেশ মোতাবেক বলিপাড়া ব্যাটালিয়ন ৩৮ বিজিবি সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের নেতৃত্বে ২০ জনের বিজিবি জোয়ানরা তিন্দু ইউনিয়নের পাইরিং ম্রো পাড়া এলাকায় অনুমানিক ৭ একর জুড়ে পাহাড়ি জমিতে পপি চাষের সন্ধান পান। তিন্দুমুখ বিজিবি ক্যাম্প থেকে সাড়ে ৬ কিলোমিটার দক্ষিণে যার অবস্থান। বিজিবি টহলের টের পেয়ে পপি চাষীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করার সম্ভব হয় নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দিনব্যাপী পপিখেত ধ্বংস করতে সক্ষম হন।
উল্লেখ্য, ধ্বংসকৃত পপি প্রক্রিয়াজাত করণের পর আনুমানিক ৩৫০ কেজি আফিম উৎপাদিত হতো। যার আনুমানিক মূল্য ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। বর্ণিত এলাকায় আরও পপিক্ষেত আছে কিনা সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। টহল দল পপিক্ষেত ধ্বংস শেষে জনবল, অস্ত্র ও গোলাবারুদসহ নিরাপদে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পে প্রত্যাবর্তন করেন।