থানচি প্রেসক্লাবের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন ক্যশৈহ্লা


টানা ৪র্থ বারের মত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় থানচি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ক্যশৈহ্লাকে।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা ( অনুপম)সহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে চেয়ারম্যান ক্যশৈহ্লা থানচি প্রেসক্লাবের নেতৃবৃন্দদের উদেশ্যে বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন, আপনাদের কাজ হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাওয়া। এ সময় ক্যশৈহ্লা আরও বলেন, থানচি প্রেসক্লাবের সাথে ছিলাম, থাকবো এবং ভবিষ্যতে অবশ্যই পাশে থাকবো বলে প্রত্যয় ব্যক্ত করেন।