থানচি বাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত, সকল যাগাযাগ বিচ্ছিন্ন 

fec-image

টানা ভারী বর্ষণে শঙ্খ নদীর পানি, বিভিন্ন ঝিড়ি ঝর্ণার পানির প্রবাহ বদ্ধির কারণে বাদরবান থানচি বাজার সহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজলা সদর জলা ও অভন্তরীন ইউনিয়নসহ সড়কপথে সকল প্রকার যোগাযোগ বিছিন্ন রয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ জনদুর্ভোগ চরম পর্যায়। প্লাবিত মানুষরা ইতি মধ্যে সরকারি আশ্রয় কেন্দ্র গুলিতে আশ্রয় নিয়ছে।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, ৬ জুলাই থেকে ১৩ জুলাই পর‌্যন্ত টানা ৮ দিনব্যাপী টানা ভারী বর্ষণে থানচি হেডম্যান পাড়া ২৫টি ঘরবাড়ি বন্যার ভাঙ্গনে বিলীণ হওয়া আশঙ্কা রয়েছে।

থানচি বাজারসহ উনয়ন বার্ড সরকারি রেস্ট হাউজ, নিমার্নাধীণ ভবন, হাসপাতালর যাওয়ার রাস্তা উপর ৩টি কালভাট, থানচি বাদরবান সড়কের বাগান পাড়া ঝিড়ির উপর কালভার্ট ব্রীজ সহ অসংখ্য বাড়ীঘর পানি উঠতে শুরু করছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহাম্মদ তারিকুল রহমান বলেন, আশ্রয় কেন্দ্র গুলিতে দুর্গতরা আসতে শুরু করেছে। তবে সংখ্যা নির্ধারন করা সম্ভব হয়নি। আশ্রয় নেয়া পরিবার গুলি শুকনা খাবার, বিশুদ্ধ পানি, কম্বলসহ সকল প্রকার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, নিম্নাঞ্চল প্লাবিত, বাজারসহ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন