বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে

দীঘিনালায় আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

fec-image

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা/অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” – এই ভাবনায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় আলাচনা সভা, বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের সেমনিার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাড়াইছড়ি বন বিভাগের সহকারী পরিচালক মো: আক্তারুজ্জামান, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এখতার আলী, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো দীঘিনালা লীফ অফিসার সুখলা চাকমা, সহাকরী লীফ অফিসার হাছান আলী, রাঙামাটি লীফ অফিসার ফজল আহম্মেদ, ইএসজি ডেভেলাপম্যান্ট অফিসার আবু সোহরাফ, দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক মো: জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প আর কিছু নাই, তাই বেশি বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগতে হবে এবং গাছের যত্ন নিতে হবে। লক্ষ লক্ষ গাছ লাগালে হবে না গাছের পরিচর্চা করতে হবে, পরিচর্চা না করলে গাছ বড় হবে না, গাছ মারা যাবে। পৃথিবীতে গাছ একমাত্র অক্সিজেন দেয় এবং বিষাক্ত কার্বন ড্রাই অক্সিজেন গ্রহণ করে। গাছপালা কমে যাওয়ার কারনে পরিবেশ দিন দিন বিপর্যয়ের মুখে পড়ছে। পরিবেশে মানুষসহ সকল প্রাণি ঠিকে থাকতে হলে বেশি বেশি গাছ লাগানো ছাড়া উপায় নেই।

আলেচনা সভাশেষে উপজেলা প্রশাসন ও বনায়ন কর্মসূচি (চট্টগ্রাম নর্থ লীফ রিজিয়ন) ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ২০ হাজার ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চারা বিতরণ, বিশ্ব পরিবেশ দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন