দীঘিনালায় ৮ দিন যাবৎ নিখোঁজ মঙ্গল ত্রিপুরা
দীঘিনালায় আট দিন যাবৎ নিখোঁজ রয়েছেন মঙ্গল ত্রিপুরা (৫৫) নামের এক ব্যাক্তি। সে দীঘিনালা উপজেলার সুরেশ হেডম্যান পাড়া গ্রামের সম্ভু ত্রিপুরার ছেলে। এ ঘটনায় মঙ্গল ত্রিপুরার স্ত্রী শান্তনা ত্রিপুরা দীঘিনালা থানায় সাধারণ ডায়েরী করেছেন।
জানা যায় গত ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মঙ্গল ত্রিপুরা। পরে দীঘিনালা বাস টার্মিনালে টিকিট কাটার পর পরে সে আর গাড়ীতে উঠেনি। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। বন্ধ রয়েছে তার ব্যবহৃত মুঠোফোন নম্বর।
এ ব্যাপারে নিখোঁজ মঙ্গল ত্রিপুরার স্ত্রী শান্তনা ত্রিপুরা জানান, গত বুধবার রাতে ঢাকা যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হয়। পরে বাস টার্মিনাল যাওয়ার পর সে নিখোঁজ হয়। এ সময় শান্তি কাউন্টারের লোকজন যাত্রী হিসেবে তাঁকে খোঁজাখুঁজি করে। পরবর্তীতে ওই সিট খালি যায়। এখন পর্যন্ত তার মোবাইল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিখোঁজ মঙ্গল ত্রিপুরার স্ত্রী শান্তনা ত্রিপুরা সাধারণ ডায়েরি করেছেন। তিনি আরো জানান, সে অপহৃত নাকি আত্নগোপনে আছে, এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।