দেশে বেকারত্বের হার কমাতে সরকার বদ্ধপরিকর: এমপি দীপংকর

fec-image

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, দেশে বেকারত্বের হার কমাতে সরকার বদ্ধপরিকর।

সোমবার (১ নভেম্বর) সকালে রাঙামাটি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে যুব দিবসের আলোচনাসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বলেন, বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ শেষে তাদের সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করে দিচ্ছেন। এতে দেশের বেকার যুবক-যুবতীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, ইলিপন চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ বিতরণ এবং প্রশিক্ষণার্থীদের আত্মকর্মসংস্থানের জন্য ৫লক্ষ ৫০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এমপি দীপংকর, কমাতে, দেশে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন