নাইক্ষ্যংছড়িতে মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অভিযানে একটি নিয়মিত মামলা ও ১টি সি,আর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ক্যানু মার্মাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহাস্পতিবার (১৪ নভেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইনিয়নের এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আসামি ক্যানু মার্মা (৫০)নাইক্ষ্যংছড়ি ধুংড়ি হেডম্যান পাড়ার মং নাই মার্মা’র ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসরুরুল হক জানান, নাইক্ষ্যংছড়ি থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এছাড়া গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় ১টি গ্রেফতারি পরোয়ানা ও নিয়মিত মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।