নাইক্ষ্যংছড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ব্যবসায়ীদের খাদ্য সামগ্রী বিতরণ
উপজেলার প্রত্যন্ত এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সবাই ঘরে অবস্থান করার কারণে ব্যবসায়ী, শ্রমজীবী মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই এই পরিস্থিতিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার দোকান বন্ধ হওয়া অসহায় ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে”দুর্যোগে মানবিক প্রয়াস” নাইক্ষ্যংছড়ি।
শুক্রবার (১০এপ্রিল) বিকালে বাইশারী বাজার দোকান বন্ধ হওয়া ব্যবসায়ীদের মাঝে মানবিক প্রয়াসের পক্ষে খাদ্যশস্য প্রদান করেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি ও ইউপি সদস্য নুরুল আজিম।
নিম্নআয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, লবণ, তেল ও সাবানসহ নিত্যপণ্য।
“দুর্যোগে মানবিক প্রয়াস”এর নেতৃবৃন্দরা বলেন, করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের মাঝে আমাদের সংগঠনের পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় “দুর্যোগে মানবিক প্রয়াস” সংগঠনের চেয়ারম্যান জনাব অধ্যাপক শফিউল্লাহ বলেন, উপজেলার প্রত্যন্ত এলাকার পাশাপাশি গ্রামের সাধারণ অসহায় মানুষকে সহায়তা প্রদান করা হবে।