নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মাদক বিরোধী ধারাবাহিক অভিযানে ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে।
রবিবার (১৯ নভেম্বর ) রাতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নানের নিদের্শনায় এবং থানা পুলিশ অফিসার সাইফুলের নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টিম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধান সড়কে মটরসাইকেলের গ্যারেজের সামনে থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ নুর আহমদ নামের এক পাচারকারিকে আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ১২ লাখ টাকা।
আটককৃত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের গলাচিপা এলাকার জালাল আহমদের ছেলে নুর আহমদ (১৯)।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন, অভিযান অব্যাহত আছে এবং থাকবে।