নাইক্ষ্যংছড়ি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল জেলায় চ্যাম্পিয়ন


দেশব্যাপী বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) আয়োজনে ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এ বান্দরবান জেলায় নাইক্ষ্যংছড়ি উপজেলার অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে চ্যাম্পিয়ন দলের কোচসহ নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা ও দৌছড়ির চেয়ারম্যান মো. ইমরানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাতের সময় তারা চ্যাম্পিয়ন দলটির প্রশংসা করেন এবং বিভাগীয় পর্যায়ে জেতার জন্য নানা ধরনের উৎসাহ প্রদান করেন।
আগামী ১৬ জানুয়ারি নাইক্ষ্যংছড়ি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল বিভাগীয় খেলায় অংশগ্রহণ করবে।
ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন, ফুটবল
Facebook Comment