নারী ও শিশু ধর্ষণ, সহিংসতা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
তিন পার্বত্য জেলাসহ সমগ্র দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংসতা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন, পার্বত্য চট্টগ্রাম ইউম্যান রিসোর্স নেটওয়ার্কসহ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা সম্প্রতি খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশু নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ জড়িতদের শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন- নারী নেত্রী ও মানবাধিকার কর্মী ডনাই প্রু নেলী, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মারমা, এডভোকেট সারা সুদীপা, এডভোকেট মাধবী মারমা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি উহ্লায়ি মারমা, বিএনকেএস এর ডিসিএ প্রকল্পের সমন্বয়ক ক্যবাথোয়াই, প্রজেক্ট কো- অডিনেটর উবানু মারমা, প্রকল্প ম্যানেজার ক্যশৈহ্লা শৈটিংসহ নারীনেত্রীরা।