পানছড়িতে শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী প্রদান করলেন ওসি

পানছড়ি সানরাইজ কিন্ডার গার্টেনে পড়ুয়া ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী প্রদান করেছেন পানছড়ি থানার ওসি আনচারুল করিম।
বৃহস্পতিবার ( ১০ নভেম্বর) সকাল ১১টায় শিক্ষার্থীদের হাতে ফুটবল ও স্কিপিং তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, শিক্ষক জালাল হোসেন, পারবিন চাকমা, কংচাই মারমা, সহিদুল ইসলাম শিমু প্রমুখ।
ওসি আনচারুল বলেন, লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলাও দরকার। তাই শিক্ষার্থীদের বিনোদনের জন্য কিছু ক্রীড়াসামগ্রী প্রদান করেছি।
ক্ষুদে শিক্ষার্থী অনুচিং মার্মা, সাইদ হোসেন, টনক চাকমা, অভিধান রোয়াজা জানায়, ওসি আংকেল ক্রীড়াসামগ্রীর পাশাপাশি আমাদের মাঝে চকলেটও বিতরণ করেছে। ক্রীড়াসামগ্রী পেয়ে সবাই দারুণ খুশি বলেও জানায় তারা।
ঘটনাপ্রবাহ: ক্রীড়াসামগ্রী, পানছড়ি, শিক্ষার্থী
Facebook Comment